স্টাফ রিপোর্টার ॥ বাকীকে ঔষধ না দেয়ায় নিপেন্দ্র চন্দ্র শীল (৭২) নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দৃর্বৃত্ত। গতকাল বিকাল ৩টার দিকে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের শানখলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই বাজারে আহত নিপেন্দ্র চন্দ্র শীলের একটি ঔষুধরের ফার্মেসী রয়েছে। তিনি একজন পল্লী চিকিৎসক। গতকাল উল্লেখিত সময়ে চলিতাতলা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে খোকন মিয়া বাকীতে ঔষুধ চাইলে নিপেন্দ্র চন্দ্র শীল দিতে অস্বীকার করেন। এ সময় তাদের দু জনের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে খোকন মিয়া ও তার ভাই শাহজাহান উত্তেজিত হয়ে সঙ্গীয়দের নিয়ে নিপেন্দ্রে শীলের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে বাচাতে তার সন্তানরা এগিয়ে আসলে তাদেরকেও মারধোর করা হয়। এ সময় হামলাকালীরা ফার্মেসী ভাংচুর করেন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিপেন্দ্র শীল ও তার সন্তানদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপালে ভর্তি করেন। ডাক্তার জানান, আহত নিপেন্দ্র চন্দ্র শীলের অবস্থা আশংকাজনক।