প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে এই প্রথম বিদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত লেডিস মাস্টার টেইলার্স দ্বারা পরিচালিত, শেরপুর রোডে সূর্য দীঘল ছায়ায় গতকাল বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় শুভ উদ্বোধন করা হয় শীতাতপ নিয়ন্ত্রিত লেডিস মাস্টার টেইলার্স এন্ড ফেব্রিক্স। শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাস, মহিলা কাউন্সিলর মোছাঃ পারুল আক্তার, নাছিমা বেগম, প্রকৌশলী শহিদুল হক, কবি ও গবেষক আফতাব আল মাহমুদ, কবি আলহাজ্ব কাজী হাসান আলী, শিক্ষক মাওঃ আব্দুস সবুর, ছড়াকার এস.এম সাজ্জাদ, কবি মাওঃ আশিকুর রহমান, হাফিজ মাওঃ বাণী, কন্ঠশিল্পী সেলিম মোস্তাফিজ, বিন্দু সূত্রধর, সামস্ খেলা, ব্যবসায়ী শাহানুজ্জামান, উক্ত প্রতিষ্টানের প্রোঃ কবিপতœী লাভলী মাহমুদ বৃস্টি, লেডিস মাস্টার টেইলার্স মিথেলা পায়েল কলি, মাস্টার সাজনা আক্তারসহ উক্ত প্রতিষ্টানের মহিলা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।