স্টাফ রিপোর্টার ॥ যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দিয়ে বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী উন্মুক্ত এ বাজেট পেশ করেন। ইউনিয়ন পরিষদের সচিব বলাই চক্রবর্তীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক চেয়রাম্যান নুরুল ইসলাম, মা-মনি প্রকল্পের প্রতিনিধি সঞ্জয় কুমার রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশোতুষ চৌধুরী, ইউপি উদ্যোক্ততা মোঃ আবুল কাশেম, ইউপি সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।