আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলীকে (কলস মার্কা) সমর্থন দিয়েছেন মাধবপুর উপজেলা বেবী টেক্সী ও অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতি লিঃ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বেবী টেক্সী ও অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ আলাই মিয়ার সভাপতিত্বে ও সমিতির সম্পাদক মোঃ লোকমান হোসেন এর পরিচালনায় এক ঘরোয়া সভায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম শেলীকে কলস মার্কায় সমর্থন প্রদান করা হয়। এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মানিক মিয়া, শ্রমিক নেতা পায়েল রহমান, জহির মিয়া, আমির হোসেন, জাকির হোসেন, ইমান আলী, বিল্লাল হোসেন, নৃপেন্দ্র চন্দ্র দাস, আশিকুর রহমান, রাসেল মিয়া, মরন মালাকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা বেগম শেলী প্রমুখ। এসময় শেলী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গত ৫ বছর দলমত নির্বিশেষে মেহনতি মানুষসহ শ্রমিকদের উন্নয়নে কাজ করেছি। এবারও জনগনের রায় নিয়ে সকলের পাশাপাশি শ্রমিকদের উন্নয়নেও ভূমিকা রাখব। উপজেলা বেবী টেক্সী ও অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোঃ আলাই মিয়া সভাপতির বক্তব্যে বলেন শ্রমিকদের সুখে দুঃখে মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শেলীকে আমরা সব সময় পাশে পেয়েছি। তাই এবারও মাধবপুর উপজেলা বেবী টেক্সী ও অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতি লিঃ শেলীর প্রতি পুর্নাঙ্গ সমর্থন ব্যক্ত করেছে।