নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ শিক্ষক/কর্মচারী সমিতির জরুরী সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের হীরা মিয়া গালর্স হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি বশির আহম্মদ পরিচালনা করেন সাধারন সম্পাদক হারুন মিয়া। বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম সাধারন সম্পাদক শঙ্কর চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক রতন মনি দাশ, শিক্ষক নীল মনি ঘোপ, দীপক চন্দ্র সরকার, শিলা পদ দাশ, মোঃ নুরুল আমিন, মোঃ মোস্তাফিজুর রহমান, এ কে এম বদিউল আলম প্রমূখ। এছাড়াও সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর রহমানকে সাময়িক বরখাস্তের বিষয়য়ে বিস্তারিত আলোচনা করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিষয়টি সম্পন্ন অমানবিক, বিধিবর্হিভূত ও উদ্দেশ্য প্রনোদিত। এ ঘটনায় তারা তীব্র নিন্দা প্রকাশ করে এই সাময়িক বরখাস্ত প্রত্যাহার করার জন্য কর্তৃপক্ষের নিকট আহবান জানান।