কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে এএসএম ইয়াহিয়া সভাপতি এবং মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে এএসএম ইয়াহিয়া পেয়েছেন ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: কদর আলী পেয়েছেন ৩৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুজিত বৈদ্য পেয়েছেন ৩৬১ ভোট। নির্বাচনে মোট ৮২৫ভোট পড়েছে।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন আলহাজ্ব¡ মো: আছকির মিয়া, নির্বাচন কমিশন হিসাবে ছিলেন, সাবেক পৌর মেয়র ও শ্রীভূমির সম্পাদক এম এ রহিম, ব্যবসায়ী দ্বিজেন্দ্র লাল রায়, অধের্›দু কুমার দেব বেভুল ও অধ্যাপক অবিনাশ আচার্য্য।