স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে মুনিম চৌধুরী (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মোতাব্বির হোসেন চৌধুরীর পুত্র। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে সকলের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক্ষণ খোঁজাখুজির পরও কোন সন্ধান পাননি। পরে পুকুরের পানিতে শিশুর দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।