মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার মাধবপুর উপজেলা পরিষদের ২০১৭-২০১৮ সালের বাজেট ঘোষনা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ৭টি কোটি ৪৩ হাজার টাকার বাজে ঘোষনা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫০ লাখ ৩০ হাজার এবং উদ্বৃত দেখানো হয়েছে ৫০ লাখ ১৩ হাজার টাকা। সভায় অন্যান্যদের মাঝে ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন, সাংবাদিক শংকর পাল সুমন, রোকন উদ্দিন লস্কর প্রমুখ বক্তব্য রাখেন।