প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ৯নং বাউসা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গত শুক্রবার দুপুরে রিপাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সোজাপুর অনন্ত জিউড় আখড়ার সেবায়েত অমল কৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে এবং শিক্ষক সুজিত চন্দ্র দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ২ কালীপদ ভট্টাচার্য্য, সভাপতি ৩ বাদল কৃষ্ণ বনিক, উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক শিলা পদ দাশ। সভার শুরুতে গীতা পাঠ করেন প্রদীপ চন্দ্র দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার দাশ, শিক্ষক জিতেন্দ্র পাল, রবীন্দ্র পাল, কিরণ দাশ, অরবিন্দু দাশ, সুশীল দেব, পানু চন্দ, মতিলাল দাশ, সুনীল দেবনাথ, মহেন্দ্র রায়, বিজয় দাশ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক রাখাল চন্দ্র দাশকে সভাপতি, জিতেন্দ্র দেবনাথকে সভাপতি ২, অভিজিত পালকে সভাপতি ৩, প্রদীপ রায়কে সাধারণ সম্পাদক, রাজেশ ঘোষ পিংকুকে যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষক সুজিত দাশকে সাংগঠনিক সম্পাদক, নিখিল আচার্য্যকে সহ সাংগঠনিক সম্পাদক, স্বাধীন সরকারকে অর্থ সম্পাদক, শ্রী কৃষ্ণ দেবকে সহ-অর্থ সম্পাদক, শিক্ষক নিরুপম দেবকে আইন বিষয়ক সম্পাদক, নারায়ন পাল বল্টুকে দপ্তর সম্পাদক, সুব্রত পাল শুভ্রকে প্রচার সম্পাদক, সুবীর চন্দ্র পালকে গণসংযোগ সম্পাদক, লিপ্টু দাশকে যুব বিষয়ক সম্পাদক, গৌতম দাশকে ছাত্র বিষয়ক সম্পাদক, অজিত দেবকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সীমা রানী চন্দকে মহিলা বিষয়ক সম্পাদক, অমরেশ আচার্য্যাকে শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক, বিক্রম পালকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, বিমল পালকে প্রকাশনা সম্পাদক, রবীন্দ্র চন্দ্র পালকে ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, অরবিন্দু দাশকে শিল্প ও বাণিজ্য সম্পাদক, সুশীল দেবকে পেশাজীবি বিষয়ক সম্পাদক, রনজিৎ দেবনাথকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, শিক্ষক প্রদীপ কুমার দাশ, রনজিৎ রায় রনু, সুশান্ত চন্দ, নিশি কান্ত দাশ, ফণী সুত্রধর, সুমন রায়, রনজিৎ সুত্রধর, অরুন সরকার, হীরা লাল সরকার, বিজয় দাশ, রাকেশ দাশ, শিক্ষক বিদ্যুৎ পাল, হরিপদ রায়, রবীন্দ্র রায় রবি, খোকন বিশ্বাস, গুণেন্দ্র চন্দ্র দাশ, সনজয় দাশ, শীবাস দেবনাথ, রাজিব চন্দ্র পাল রাজু, সুশান্ত সরকার, শিপন পাল, জন্টু দেবনাথ, রিপন দাশ, মিন্টু দেবনাথ, রিপন চন্দ্র রায়, নরজন পাল, রাজু চন্দ্র দাশকে নির্বাহী সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট ৯ নং বাউসা ইউনিয়ন কমিটি গঠন করায়। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী ৩ বছর ঐ ইউনিয়নের হিন্দ সম্প্রদায়ের অধিকার আদায় ও অধিকার সংরক্ষনে নিরলসভাবে দায়িত্ব পালন করবেন।