স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। প্রতিদিনই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতির মাউথ জয়নাল আবেদীন পুরান বাজার থেকে শুরু করে রেল স্টেশন, দাউদনগর বাজার, ড্রাইভারবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৫ টাকা, ১০ টাকা করে আদায় করা হচ্ছে। কেউ টাকা দিতে অনিহা প্রকাশ করলে হাতি ওই দোকানের মালামাল নষ্ট করে দেয়। এমনিক ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখায়। অনেককে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। কয়েকজন ব্যবসায়ী জানান, ভয়ে টাকা দিতে হয়। নতুবা হাতি দিয়ে জিনিস নষ্ট করে দেয়া হয়। হাতির মাউথ জয়নাল আবেদীন জানায়, হাতি লালন পালন করতে খরচ বেশি। আয় না থাকায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে হাতির ভরণ পোষণ করা হয়।