বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন সহিংসতা কিংবা সংঘর্ষে নয় প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে সুষ্টু ধারার রাজনীতির মাধ্যমে। গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় কামালখানী হাসান মঞ্জিলে বানিয়াচং উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির তৃণমুল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জীবন এসব কথা বলেন। তিনি আরো বলেন তৃণমুলের কমিটিগুলো গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন এবং নির্বাচনের জন্য জাতীয়তাবাদীর সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শনিবার বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় পুলিশের তল্লাসির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা বিএনপির আহ্বায় মজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুলের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ বশীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, খালেদ মিয়া, নুরুল হক মাষ্টার, মধু মিয়া তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, আকাদ্দছ হোসেন তালুকদার, আব্দুর রব, আসকির মিয়া ছামদু, মখলিছ উর রহমান আবু, মোশাররফ হোসেন, লুৎফুর রহমান, শেখ আমীর হোসেন, ইয়াহিয়া খান, লুৎফুর রহমান সুফি, আতাউর রহমান মামুন, মঈনুল ইসলাম এখলাছ, আব্দুল কাদির দোলা, মকবুল হোসেন খান, আব্দুল খালেক বেলাল, কামরুজ্জামান কাজল, জালাল মামদ, শফিকুর রহমান, আনসার আলী, কবির মিয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জীবন আহমেদ লিটন, নাজমুল আলম চৌধুরী লোকমান, তানিয়া খানম, শাহজাহান মিয়া, হেনা আক্তার দিনা, ইউনিয়ন বিএনপির নেতাদের মাঝে বক্তব্য রাখেন, বাহার মিয়া, হারুন রশিদ লস্কর, আয়ুব আলী মুন্সি, মোঃ শাহজাহান, শেখ ওমর ফারুক, আবুল কাশেম চৌধুরী, রুহুল আমিন, আতাউর রহমান, ইউছুফ তরফদার, বাবুল তালুকদার, শুভ আহমেদ মজলিশ, এডঃ মিজান, ডাঃ রুহুল আমিন চৌধুরী, হুমায়ুন কবির, জাহির হোসেন, মনিরুজ্জামান লেচু, এস.এম হাফিজুর রহমান, আল নাসের, আব্দুল হামিদ, নুরুল হক চৌধুরী, আক্তার আখঞ্জি, আমিরুল আখঞ্জি, সেলিম খান, সাদেক আহমেদ, সোহেল আহমেদ, মিলন খান, মোজাম্মিল হোসেন খান, ইয়াজ উদ্দিন রাসেল, ফজলে এলাহী যাদু, আল আজাদ জাবেদ, আবুল বাশার সোয়েম, সেলিম আহমেদ প্রমুখ।