স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ওসি হটাও আন্দোলনের পক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছেন বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান। উভয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস-পাল্টা স্ট্যাটাসের মাধ্যমে বাহাস জমিয়ে তুলেছেন। গতকাল বিকেল ৩টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেন। রাত ৮টার দিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই নিজের পেজে এর জবাব দেন। এরপর থেকে স্ট্যাটাসগুলোর পক্ষ-বিপক্ষে ফেসবুকে চলছে নানা মন্তব্য। বিষয়টি সর্বসাধারণের মাঝে আলোচনারও খোরাক যোগাচ্ছে।
শুক্রবার বিকাল ৩টায় বাহুবলের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেন। তাতে ‘রাজনীতি নতুন ধারা’ শিরোনামে তিনি লিখেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী জন সাধারণ তাহার অধিকার নিয়ে সরকারের বিরুদ্ধে রাজ পথে মিছিল করে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীও তাহার ন্যায্য অধিকারের জন্য সরকারের বিরুদ্ধে কৌশলী আন্দোলন করে, এমনকি আদালতে যায়। সরকার কখনো তার জনগণ, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রাজপথে মিছিল দেয় না। কিন্তু আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাই সাহেব বাহুবল মডেল থানার ওসির বিরুদ্ধে রাজপথে মিছিল দিয়ে রাজনীতির যে নতুন ধারা সৃষ্টি করলেন ইহা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়। কারণ তিনি বাহুবলে সরকার প্রধান।
রাত ৮টার দিকে উপজেলা চেয়ারম্যান তার ফেসবুক পেজে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর স্ট্যাটাসের জবাব দেন। তাতে তিনি লেখেন, ‘বড় ভাই আঃ কাদির চৌঃ সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো ভূলে গেছেন যে আমি শুধু উপজেলা চেয়ারম্যান নই, আমি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকও বটে। আমি একজন মুজিব আদর্শের সৈনিক, আমার উপজেলার আওয়ামীলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও উপজেলার সকল জনগন আমার প্রাণ। আমার দলের নেতাকর্মী জনগনের উপর যদি কেহ অন্যায় ভাবে নির্যাতন করে তাহলে আমি বসে থাকতে পারিনা। আপনিতো মাননীয় প্রধানমন্ত্রীর মনোনিত প্রার্থীর উপ নির্বাচন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে দলের প্রার্থীদের সঙ্গে বিরোধীতা করে আসছেন। তাই দলের নেতাকর্মী জনগনের প্রতি নির্যাতন ও কষ্ট আপনি বুঝবেন না। কারোর উপর কিছু লিখার আগে নিজের বিবেক ও বুদ্ধি নিয়ে ভাবতে হবে, কারন বিবেকবান ও বুদ্ধিমান লোক কোন দিন নিজের বাড়ী ছেড়ে পরের বাড়ীতে থাকতে পারেনা।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল মডেল থানায় অনুষ্ঠিত কেয়া চৌধুরী এমপির একটি অনুষ্ঠানে দাওয়াত পাননি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিকেলেই দলের বিশেষ বৈঠক ডাকেন। রাত ৯টার দিকে তার নেতৃত্বে আওয়ামীলীগ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে ওসি মনিরুজ্জামানের অপসারণ দাবি করা হয়। বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে আওয়ামীলীগ এক প্রতিবাদ সভা করে ৭২ ঘন্টার মধ্যে ওসি মনিরুজ্জামানের অপসারণে আল্টিমেটাম দেয়। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জসীম উদ্দিনের পরিচিত সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই-এর উপস্থিতিতে বক্তারা ওসি মনিরুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন।