স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় ইন্টারনেট সপ্তাহ, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর এ আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টার, সহ-সভাপতি বিপুল ভূষন রায়, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দাল হোসেন খান।