নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় (ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং) শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে ওঈঞ রহ ঊফঁপধঃরড়হ খরঃবৎধপ প্রসারে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জে.কে মডেল হাইস্কুলের হল রুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্ত্তী, উপজেলা জে.কে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আঃ ছালাম, দিনারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, ইনাতগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুল আলম, আউশকান্দি র.প হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাংবাদিক মতিউর রহমান মুন্না, দীঘলবাক হাইস্কুলের প্রধান শিক্ষক নিজামুল হক, তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন মিয়া, বাগাউরা হাইস্কুলের প্রধান শিক্ষক পিয়ার আলীসহ বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তারা সেমিনারে অংশগ্রহণ করেন।
নবীগঞ্জের ৪ টি হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করা হয়েছে এবং ৭ স্কুলে প্রক্রিয়াধীন আছে। ‘বর্তমান সরকার দেশের ছাত্র-ছাত্রীদের আগামী দিনের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ বলে আশা প্রকাশ করেন সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ।