আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সরকারি শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের স্বত্ব ভূমি সরকারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের কক্ষে দলিল হস্তান্তর অনুষ্টানের আয়োজন করা হয়। কলেজটিকে সরকারি করন করায় কলেজের নামে থাকা ১ একর ৭০ শতক ভূমির মালিকানা দলিল কলেজ অধ্যক্ষ মোঃ মোজাম্মিল হক শিক্ষা সচিব বরাবরে সম্পাদন করে দেন। শিক্ষা সচিবের পক্ষে দলিল গ্রহন করেন সাব রেজিষ্ট্রার মোঃ শাহিন আলম। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, জিবির প্রতিষ্টাতা সদস্য হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক কাজি আরিফুল আম্বিয়া, পরিচালক মোঃ মিজানুর রহমান, বহরা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান আরিফ, সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, মাহমুদ হোসেন মাষ্টার, কামেশ রনজন কর, আব্দুর রহমান মাষ্টার, মোঃ আলী মিয়া, সহকারি অধ্যাপক মহিউদ্দিন আহাম্মদ, মফিজুল ইসলাম, প্রভাষক মাজহারুল ইসলাম, নাছিমা বেগম, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল জব্বার, এ কে এম নূরুল ইসলাম, অলক চক্রবর্তী, সৈয়দ মুহসীনুল হোসাইন, শেখ রফিকুল ইসলাম, মীর মনিরুল ইসলাম প্রমূখ।