নিজস্ব প্রতিনিধি ॥ বিশিষ্ট লেখিকা ও কবি আয়েশা আহমেদের কাব্য গ্রন্থে নারী অধিকার, সামাজিক বৈষম্য অসুস্থ রাজনীতির প্রভাব সুন্দর ভাবে ফুটে উঠেছে। তিনি প্রবাসে বসে বাঙ্গালী ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে মনে লালন করছেন গভীরভাবে। হবিগঞ্জের কৃতি কন্যা ইংল্যান্ডের জাস্টিজ অব পিস আয়েশা আহমেদ রচিত কাব্য গ্রন্থ শেষ বিকেলের কবিতা ও পায়ে পায়ে প্রহর উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
হতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ রব। জেলা প্রশাসক জয়নাল আবেদীন এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফ, প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, প্রফেসর মুহাম্মদ আব্দুল মোক্তাদির, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, তাহমিনা বেগম গিনি। আলোচনায় অংশ নেন এডডভোকেট রুহুল হাসান শরীফ, মোহাম্মদ আলী মমিন, রুমা মোদক, তোফাজ্জল সোহেল, আবু মোতালেব খান লেবু, বিপুল রায়, আব্দুল্লাহ আবির। কবির জীবনী পাঠ করেন অপু চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন জহুর হোসেন ফাহদী। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাওছার হোসেন নিয়াজী।