স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানকে সামনে রেখে হবিগঞ্জে বিদ্যুৎ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শফিউল আলমসহ বিভিন্ন কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (উপ-সচিব) মোহাম্মদ এমরান হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট বিদ্যুৎ মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম মোঃ ছুলায়মান মিয়া ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন। কমিটির সদস্যরা হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করাসহ অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটম চার্জ অনাকাঙ্খিত লোডশেডিং তদারকি এবং সার্বিক সহযোগীতা ও মনিটরিং করবেন।