স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বিশ্বের উন্নত দেশের মানুষের সাথে আমাদের দেশের মানুষকেও পাল্লা দিয়ে চলতে হবে। তার জন্য চাই প্রযুক্তির সঠিক ব্যবহারের মধ্য দিয়ে সর্বোচ্চ সুফল আদায় এবং অর্জন করতে হবে উদ্ভাবণী ক্ষমতা। বর্তমান সরকার শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষা কেন্দ্রগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বাছাই করা শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রযুক্তিকে সহজলভ্য করে দিয়ে তা মানুষের হাতে হাতে পৌছে দিয়েছে। কারণ আমাদের লক্ষ্য স্থির এ জাতির উন্নয়ন আর অগ্রগতি নিয়ে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।