স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থা মাধবপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান এলাকায় পন্ডিত রবিদাসের বাড়িতে উক্ত কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনপদ রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থা সভাপতি জীবন রবিদাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জু রবিদাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুমন্ত রবিদাস, সুমন রবিদাস, বীরবল রবিদাস, রনজিত রবিদাস, মহেশ রবিদাস, বাবুল রবিদাস, সদর উপজেলা কমিটির সভাপতি নরেশ রবিদাস (টুনটুন রবিদাস), সাধারণ সম্পাদক ডাঃ মন্টু রবিদাস, সহ-সম্পাদক রামচরণ রবিদাস, কোষাধ্যক্ষ সঞ্জু রবিদাস প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে পন্ডিত রবিদাসকে সভাপতি, মতিলাল রবিদাস ও বাবুল রবিদাসকে সহ-সভাপতি, সন্তোষ রবিদাসকে সাধারণ সম্পাদক, পিন্টু রবিদাসকে সহ-সাধারণ সম্পাদক, বাবুল রবিদাসকে কোষাধ্যক্ষ, মামুন রবিদাসকে সাংগঠনিক সম্পাদক, স্বপন রবিদাসকে সহ-সাংগঠনিক সম্পাদক, রাজকুমার রবিদাসকে প্রচার সম্পাদক, সম্ভু রবিদাসকে সহ-প্রচার সম্পাদক, শাওন ররিদাস (নন্দ লাল)কে দপ্তর সম্পাদক, সুবল রবিদাসকে সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, রামকৃষ্ণ রবিদাসকে সহ-সাংস্কৃতি সম্পাদক, মোহন লাল রবিদাসকে ধর্ম বিষয়ক সম্পাদক, মনু রবিদাসকে সহ-ধর্ম সম্পাদক, মালতি রবিদাসকে মহিলা সম্পাদিক, রূপা রবিদাস ও দিপালী রবিদাসকেকে সহ-মহিলা সম্পাদক ও দশরত রবিদাস, বাবুলাল রবিদাস, সুনীর রবিদাস, সুখিল রবিদাস, স্বপন রবিদাস, রিপন রবিদাস, সারণ রবিদাস, সুনাতন রবিদাস, মনা রবিদাস, খুদিরাম রবিদাস, সুমন রবিদাস, সুবল রবিদাস, মনমোহন রবিদাস, সুবল রবিদাস, সংকর রবিদাস, বিশু রবিদাস এবং মনাই রবিদাসকে সদস্য করে মাধবপুর উপজেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে লীচরণ রবিদাস, মতিলাল রবিদাস, রামগবিন রবিদাসকে উপদেষ্টা রাখা হয়েছে।