মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-মার্কুলী আঞ্চলিক সড়কের সোনাপুর চরগাও নামক স্থানে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মহিলাসহ ৩০ যাত্রী আহত হন। আহতের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, মাকুলী থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস সোনাপুর চরগাও নামক স্থানে আসা মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায়। এতে বাসের ৩০ যাত্রী আহত হন। স্থানীয় জনতা আহতের উদ্ধার করেন। গুরুতর আহত রমজান পুর গ্রামের শ্রীতেস বিশ্বাসের পুত্র পংকজ বিশ্বাস (২৪) ও জয়নগর গ্রামের সফিক মিয়া (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত আওলাদ মিয়া (২৮), সুজনা বেগম (২৭), দিলারা হোসেন (৫০), সেবিনা আক্তার (২৬), সঞ্জয় দাশ (২৪) ও মুহিব চৌধুরী (২১) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্য আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া ও মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন হাসপাতালে এসে আহতের খোজ খবর এবং আহতের চিকিৎসার ব্যবস্থা করেন।