মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা মাধবপুরে দুইটি দোকান পুড়ে ছাই নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত বিএনপি নেতা গাজী আফজল আর নেই ॥ জিকে গউছের শোক দুই দফা দাবী হবিগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু গাজী আফজলের মৃত্যুতে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব এর শোক প্রকাশ নবীগঞ্জে মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ইয়াওর মিয়ার সহধর্মীনী সাবিরা খাতুনের ইন্তেকাল শহরতলীর আলম বাজারে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

চুনারুঘাটের দু’ব্যবসায়ীকে জরিমানা ও হাতকড়া পড়ানোর কারণে হাই কোর্টে রীট ॥ ইউএনও-কে শোকজ

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরাকে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ শোকজ করেছেন। চুনারুঘাট পৌর শহরের দুইজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা ও হাতকড়া লাগিয়ে সামাজিকভাবে লাঞ্ছিত করায় চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) ইউএনও সিরাজাম মুনিরার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নং-৩৭৯৫/১৭) দায়ের করেন। এর প্রেক্ষিতে ইউএনও সিরাজাম মুনিরাকে হাইকোর্ট শোকজ করেন এবং সাথে জরিমানার টাকা ব্যবসায়ীদের কেন ফেরৎ দেয়া হবে না এ মর্মে রোল জারি করা হয়। ওই রিটে হবিগঞ্জ জেলা প্রশাসক ও চুনারুঘাট পৌরসভার মেয়রকে বিবাদী করা হয় বলে জানা গেছে।
জানা যায়, গত ২৬ ফেব্র“য়ারি রোববার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে দোকানের সামনে ট্রাক দাঁড় করিয়ে রড সিমেন্টসহ মালামাল আনলোড করার অপরাধে চুনারুঘাটের সুমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল কাইয়ুম বাচ্চু মিয়া এবং লিফা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসানকে আটক করেন। পরে তাদের হাতকড়া পড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা আটক দু’ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা এবং মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। এ ব্যাপারে মামলা নং ৩৬/২০১৭। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত জরিমানা আদায় ও হাতকড়া পড়ানোর প্রতিবাদে গত ২মার্চ সকাল-দুপুর পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন, প্রতিবাদ ও ইউএনও এর প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com