আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বানিয়াপাড়ার গ্রামের কৃষক হোরন আলী হত্যা মামলার দুই পলাতক আসামীকে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর ফাঁিড়র এসআই শফিকুল ইসলাম গত বুধবার রাতে গাজীপুর পুলিশের সহায়তায় হোরন আলী হত্যা মামলার অন্যতম আসামী বিষ্ণুপুর গ্রামের আফসর আলীর ছেলে কোশন মিয়া (৫০) ও বানিয়াপাড়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে ফালান মিয়া (২৪)কে গাজীপুর জেলার জয়দেবপুর থানার মালিকের বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে মাধবপুরে নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের হাজী রোশন আলীর ছেলে হোরণ আলীকে ১৬ নভেম্বর দুপুরে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।