প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বামী বিবেকানন্দের সার্ধশত বর্ষপূর্তি জন্মোৎসব উপলক্ষ্যে আজ শুক্রবার হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১ম অধিবেশনে সকাল ৭টায় সমবেত জপধ্যান, ৮টায় স্বামীজির প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৮টায় বিশেষ পূজা, ১০টায় ‘স্বামী বিবেকানন্দ ও বর্তমান সমাজ’ শীর্ষক যুব সম্মেলন। ১৫০টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যুব সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পরদেবানন্দজী মহারাজ। ২য় অধিবেশনে বেলা ১১টায় যুব প্রতিনিধিদের বক্তব্য, ১টায় যুবকদের প্রশ্নের উত্তর দান, দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৫টায় শিশু-কিশোরদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, ৬টায় ‘বর্তমান বিশ্বের প্রোপটে স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। রাত ৯টায় শ্রীমঙ্গল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পরিবেশনায় নাটক নবজাগরণ মঞ্চস্থ হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় সবান্ধবে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজী মহারাজ।