শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে অভিজাত আল-সোহাগ হোটেল ও একটি মুদিমালের দোকানের ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুয়েল সাংমা’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নানা ক্রটি পাওয়ায় শহরের দাউদনগর বাজারস্থ হোটেল আল সোহাগকে ৩ হাজার ও স্টেশন এলাকার জলিল মিয়ার মুদি দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একদল বিজিবি এ অভিযানে সহযোগিতা করেন। ম্যাজিস্ট্রেটের সহকারি ইব্রাহিম খলিল জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।