মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যুবলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল-ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আমবাড়িয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০) একই গ্রামের জহিরুল ইসলাম (২৮), আলীনগর গ্রামের বাচ্চু মিয়া (৫০) ও ধর্মঘর গ্রামের আনোয়ার হোসেন (৪০)। থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।