স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ ব্লক রেইড অভিযান চালিয়ে নারী নির্যাতন, হত্যা ও ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামীকে আটক করেছে। এসব আসামীর মাঝে এক মহিলাও রয়েছে।
গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
আটকরা হল- শহরের ইনাতাবাদ গ্রামের সুরুজ আলীর পুত্র মধু মিয়া (৩৫), বাহুবল উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মন্নাফের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), শহরের নাতিরপুর গ্রামের আয়াত আলীর পুত্র মাদক বিক্রেতা আব্দুল কাইয়ূম (৪০), পইল গ্রামের আলতাব আলীর পুত্র বেনু মিয়া (৩০), ইয়াদ আলীর পুত্র আব্দুন নুর (৩৫), গিরিন্দ্র মল্লিকের পুত্র পিন্টু মল্লিক (৩০), নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর গ্রামের আব্দুল মালিকের পুত্র মোটরসাইকেল চোর তোফায়েল (২২), হবিগঞ্জ সদর উপজেলার বনগাও গ্রামের আব্দুল আওয়ালের পুত্র আলমগীর (৩০), শরীফপুর গ্রামের নোয়াব আলীর পুত্র উজ্জল মিয়া (২৫) ও তার ভাই মধু মিয়া (৩০) ও ফরিদ মিয়া (৩৫) এবং একই গ্রামের চেরাগ আলীর পুত্র আমজদ আলী (৩৫)।
গতকাল বুধবার বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।