স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালী গাছতলা থেকে আব্দুল কাইয়ূম (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই এলাকার নোয়াহাটি গ্রামের মোতালিবের পুত্র। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।