প্রেস বিজ্ঞপ্তি ॥ আলহাজ্ব শামছুল হুদা হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়া তাকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌর জমিয়তে ইসলাম। শহরের চৌধুরী বাজার খোয়াইপাড়স্থ নুুরুল হেরা কমপ্লেক্সে অবস্থিত জেলা জমিয়ত কার্যালয়ে তাকে এ সংবর্ধণা প্রদান করা হয়।
পৌর জমিয়ত নেতা হাফেজ হিফজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আবদুল করিম আজহার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়ত সভাপতি শায়খূল হাসিদ আল্লামা তাফাজ্জুল হক। বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্জ শামছুল হুদা, মাওঃ রফিকুল ইসলাম, হাফেজ মাওঃ মাসরুরুল হক, মাওঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, হাফেজ মাওঃ তাফহীমুল হক, মোহাম্মদ এখলাছুর রহমান, মাওঃ আব্দুস সালাম, মাওঃ আলী আহমদ, মাওঃ শাহ সালেহ আহমদ, মাওঃ শিব্বীর আহমদ, মাওঃ আবদুল হাই, মাওঃ বশীর আহমদ, মাওঃ আশিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা তাফাজ্জুল হক বলেন, জনসেবা হল ইবাদত, ব্যক্সের সভাপতি হিসেবে আলহাজ্ব শামছুল হুদা ইতিপূর্বে সফলতার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমি দোয়া করিম আলহাজ্ব শামছুল হক সফলতার সাথে হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের খেদতম করতে পারেন।
সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব শামছুল হুদা হবিগঞ্জ পৌর জমিয়ত নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়ে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।