স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রাণ আরএফএল কোম্পানীতে কাজ করতে গিয়ে অধীর দাশ (২২) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সে রংপুর জেলার জলঢাঙ্গা গ্রামের নরেশ দাশের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অধীর দাশ দীর্ঘদিন ধরে ওই কোম্পানীতে ইলেকট্রিশিয়ানের কাজ করতো। গতকাল কাজ করার সময় অসতর্কতাবশত সে বিদ্যুতস্পৃষ্ট হয়। মূমূর্ষু অবস্থায় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।