কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ভূমিহীন অসহায় কয়েকটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী দুই সহোদর। ভূমিহীন পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ভূমিহীন পরিবারগুলো। প্রভাবশালী দুই সহোদর হলেন, আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র বুলবুল আমীন ও সুহুল আমীন। ভূমিহীন পরিবারগুলোর পক্ষে অভিযোগকারী হলেন, একই এলাকার আব্দুল মতলিব।
অভিযোগে প্রকাশ, আব্দুল মতলিবসহ কয়েকটি পরিবার আউশকান্দি মৌজার সরকারী খাস খতিয়ানের ৭৭১ দাগের ভূমিতে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। ওই ভূমির উপর শকুনি দৃষ্টি পড়ে বুলবুল আমীন ও সুহুল আমীনের। তারা ওই পরিবারগুলোকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে এলাকার কতিপয় লোকদের বশীভূত করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে ভূমিহীন পরিবারের লোকদের উপর বুলবুল আমীন ও সুহুল আমীনের ভাড়াটিয়া ফুরুক নামে এক লোক হামলা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ফুরুকের দু’বছরের সাজা হয়। এরপরও এইসব পরিবারের পিছু ছাড়েননি দুই ভাই। ইদানিং তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে তারা আব্দুল মতলিব মিয়াসহ অন্যান্য পরিবারের লোকজন প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রভাবশালী বুলবুল আমীন ও সুহুল আমীন তারা উলুকান্দি মৌজায় সরকারী খাসের ১, ২, ৩ ও ৪ নং দাগের প্রায় ৫ একর ভূমি প্রভাব খাটিয়ে দখল করে তাতে ব্রিক ফিল্ড গড়ে তোলেছেন এবং পাকা দালান বাড়ি নির্মাণ করে দখলে নিয়েছেন। বিগত ২০০৭ সালের ৬ ই মার্চ আবদুল মতলিব ও জুতি মিয়া মিলে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবর অভিযোগ দায়ের করেন। কিন্তু কোন কাজ হয়নি।