প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সোমবার ৯নং ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকায় ওই কর্মসুচীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে মেয়র সুস্থভাবে জীবনযাপনের জন্য শিশুদের যথাসময়ে টিকা দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। মে মাসের ৮ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় এ কর্মসূচী চলবে। কর্মসূচীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর অর্পনা বালা পালসহ এলাকাবাসী। পৌরসভা সূত্র জানিয়েছে এ পৌরসভায় ৯ মাস থেকে ৫ বছর বয়েসী প্রায় ৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।