মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিবিও’র সহযোগিতায় পৌরসভার কর্মজীবি সুবিধা বঞ্চিত মহিলাদের ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর ইশরাত জাহান ডলি, সিবিও’র কর্মকর্তা সুব্রত দাস বৈষব্য প্রমূখ।