অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুরে গরু বোঝাই ট্রাকের চাকা পাংচার হয়ে চালক ও হেলপারসহ দুই জন আহত হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৭টায় মৌলভীবাজার গামী গরু বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর নামকস্থানে এসে পৌছালে ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেত্বেতে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ব্যক্তিদের উদ্ধার করে।