মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জের সর্বস্তরের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট প্রাবন্ধিক, গল্পকার, লেখক, গবেষক, সামাজিক সাংস্কৃতিক কবি ও সাহিত্যাঙ্গনের মধ্যমনি মরহুম এম এ রব এর দুই দফা নামাজে জানাজা শেষে রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। র্প্বূাহ্নে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ শহরের আরডি হল প্রাঙ্গনে রাখা হয়েছিল। তখন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ এমপি এডঃ আব্দুল মজিদসহ বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০টায় হবিগঞ্জ সওদাগর জামে মসজিদ ও ১১টায় রাজনগর কবরস্থান মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
সকাল ৯টায় আরডি হল প্রাঙ্গনে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এম এ রবের মরদেহে শ্রদ্ধা
নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, প্রখ্যাত সাংবাদিক অপূর্ব শর্মা, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাসদ, সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, খোয়াই থিয়েটার, জীবন সংকেত নাট্যগোষ্ঠী, সুন্দরম, দেশ নাট্য গোষ্ঠী, বর্ণমালা খেলাঘর আসর, গণজাগরণ মঞ্চ, সিলেট মদন মোহন কলেজ সাহিত্য পরিষদ, সুরবিতান ললিতকলা একাডেমী, প্রাকৃতজন, সাংস্কৃতিক পরিষদ, খোয়াই রিভার ওয়াটারকিপার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, চারুকন্ঠ, উদীচী শিল্পী গোষ্ঠী, নাট্যনিকেতন, অনলাইন সংগঠন ভালবাসার গান-গল্প-কবিতা, রোটারী ক্লাব অব হবিগঞ্জ, বাংলাদেশ নৃত্য পরিষদ, মাতৃছায়া শিশু কানন, শিল্প সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তখন প্রয়াত লেখকের স্মরণে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তৃতা করেন এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি শহিদ উদ্দীন চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ, মরহুমের ছেলে ডাঃ তানভীর রব শুভ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু ও খোয়াই থিয়েটার সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল লেখক এম এ রব মস্তিষ্কে রক্তকরণে আক্রান্ত হয়ে প্রথমে সিলেট ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ এপ্রিল তাঁর মস্তিষ্কে অপারেশন করা হয়। চিকিৎসারত অবস্থায় গত ৬মে বেলা সাড়ে ১১টায় এম এ রব ইন্তেকাল করেন। এম এ রব হবিগঞ্জের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কবিতা, ছোট গল্প, প্রবন্ধ মিলিয়ে এযাবৎ তাঁর প্রায় ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত ২১শে বই মেলায় তাঁর জীবন ও কর্মের উপর মূল্যায়নধর্মী সংবর্ধন গ্রন্থ ‘নগরে নিসর্গজ্যোতি’ ও কাব্যগ্রন্থ ‘নিঃশব্দ নীল’ প্রকাশিত হয়।