নবীগঞ্জ প্রতিনিধি ॥ হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। ডিজিটাল বাংলাদেশের রূপায়নে এর কোন বিকল্প নেই। ধর্মীয় স্বাধীনতা মানবপ্রীতিকে সমৃদ্ধ করে। মানব সভ্যতার রূপায়নে এর গুরুত্ব অপরিসীম। দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। বোমাবাজ, জঙ্গীবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নৈরাজ্য, সন্ত্রাস ও বোমাবাজদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলতে হবে। গতকাল দুপুরে শহরের শ্রী গোবিন্দ জিউড় আখড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আখড়ার সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দেন তিনি। হুইপকে স্বাগত জানান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্র্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ আবদুল মজিদ খাঁন এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ও জাসদ নেতা আবদুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত, বর্তমান সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা জাপার যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমেদ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মলেন্দু দাশ রানা, সাধারন সম্পাদক আমিনুর রহমান সুমন, যুবলীগ নেতা রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, শাহ মিজান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, যুগ্ম আহবায়ক আউতাদুজ্জামান তপু, মফিজ আহমদ, জায়েদ চৌধুরী দেবুল, হাসান, কাজী শিপু আহমেদ প্রমূখ। এদিকে আখড়া পরিদর্শন শেষে শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানীর বাসায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন।