স্টাফ রিপোর্টার ॥ আমেরিকার নিউইয়র্ক শহরের ব্র“কলিন কুইন্স হাইওয়ের উপরে কসকো ওয়াজকি ব্রিজ সম্প্রসারিত করে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় নিউইয়র্ক স্টেট এর গভর্নর এন্ড্রোকোমো ব্রীজটি উদ্বোধন
করেন। উদ্বোধনকালে ব্যয় বহুল এবং আলো জমকালো লাইট শোর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ও কুইন্স বোরোর প্রেসিডেন্টসহ সিটি, স্টেট ও ফেডারেল সরকারের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে লাইট শো উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এক্সিডেন্ট এন্ড ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ কংগ্রেশনাল প্রোকেমেশন প্রাপ্ত যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এটর্নী এট’ ল এবং ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী।
উল্লেখ্য, এটর্নী মঈন চৌধুরী হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিহারা গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের বাসিন্দা।