প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জ এর নির্বাচনে বিপুল ভোটে মোঃ শামছুল হুদা সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে শহরের চৌধুরী বাজার, পুরান বাজার ও বগলা বাজারের ব্যবসায়ীগন। গতকাল রবিবার রাতে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক রোটারিয়ান ফজলুর রহমান লেবু, রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ, মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, মটর মালিক গ্র“প এর সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী আলা উদ্দিন, হিরাজ মিয়া, খাইরুল ইসলাম চৌধুরী, শাহবাজ মিয়া, বিজয় রায়, রাজন বণিক, বাবুল বণিক, প্রবীর পাল, জিয়াউল হক, হারুনুর রশিদ, নিবারণ বণিক, মাধব রায়, শিবু বণিক, নেপাল বণিক, মাধব বণিক, হাজী আতাউর রহমান, মিহির লাল রায় প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সভাপতিকে বিগত দিনের ন্যায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করার আহ্বান জানান। এ সময় নবনির্বাচিত সভাপতি শামছুল হুদা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করার দূঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।