স্টাফ রিপোর্টার ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফিউল আলম। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত।