মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

চুনারুঘাটে তিন লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৪৪৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবি জানায়, ৫মে রাত ১১টা ২০মিনিটে বিজিবির গোয়েন্দা সূত্রের সংবাদের মাধ্যমে উপজেলার রামগঙ্গা নামক স্থানে অভিযান চালায় চিমটিবিল ক্যাম্পের সুবেদার আঃ সবুর। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় বস্তায় থাকা ভারতীয় মদ ৭২ বোতল অফিসার চয়েজ, ৪৮ বোতল ম্যাক ডোয়েল উদ্ধার করেন। যার মূল্য এক লাখ আশি হাজার টাকা।
একই তারিখে রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নালুয়া চা বাগান নামক স্থানে একদল বিজিবিকে নিয়ে অভিযান চালায় গুইবিল ক্যাম্পের কমান্ডার আঃ সালাম। এ সময় তারা একই অবস্থায় ভারতীয় মদ অফিসার চয়েজ ৭৮ বোতল, ইমপেরিয়াল ১ বোতল ও ক্যাসল প্রাইড ১৮ বোতল উদ্ধার করেন। যার সীজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। এ সময় বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে মাদক ব্যবসায়ীরা মদের বস্তা রেখে পালিয়ে যায়। পরে উদ্বারকৃত ভারতীয় মদ গুলো চিমটিবিল ক্যাম্পে নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com