সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

আগামীকাল শিল্পকলায় বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল সোমবার সকালে ১১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগান নিয়ে বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগসহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূলে জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জর জেলা প্রশাসক সাবিনা আলম ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com