রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৮ সদস্য’র মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মক্রমপুর ইউনিয়নের নানা অনিয়ম ও দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে হবিগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের ৮জন মেম্বার। সংবাদ সম্মেলনে মেম্বারদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য আজমান মিয়া। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ্য করেন সম্প্রতিকাল অতিবৃষ্টি ও অকাল বন্যায় ইউনিয়নের অধিকাংশ বোরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ইউনিয়নে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জমির ফসল হারিয়ে অনেক কৃষক সর্বশান্ত হয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যে সরকার ভিজিএফ আওতায় বরাদ্দ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরীর নির্দেশে অনুযায়ী চেয়ারম্যান কর্তৃক আমাদের মৌখিক বা চিঠির মাধ্যমে স্ব-স্ব ওয়ার্ডে ক্ষতিগস্তদের তালিকা তৈরীর জন্য জানানো হয়নি। আমরা চেয়ারম্যান অস্থায়ী কার্যালয় থেকে সচিবের মাধ্যমে তা জানতে পেরেছি। পরে আমরা স্ব-স্ব ওয়ার্ডে তালিকা তৈরী করে চেয়ারম্যানে কাছে আসলে তিনি গ্রহণ করেননি। তিনি তার পছন্দের মেম্বার কবির মিয়া, আব্দুল মান্নান চৌধুরী, আলফু মিয়ার দ্বারা ১০০-১৫০ জনের নাম দেন। এ তালিকায় ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার আপন ভাই জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে সদস্য আশিক মিয়ার স্ত্রী সন্তানেরসহ তার অন্যান্য ভাই, বোনসহ আত্মীয় স্বজন অনেকের নাম তালিকায় দিয়েছেন। এছাড়াও ইউনিয়নের কোন কোন ওয়ার্ডের ১০/১৫টি নাম দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান তার সমর্থকদের নাম দিয়েছেন। বন্যায় দক্ষিণ বৃহত্তর দক্ষিণ সাঙ্গর ও ২নং ওয়ার্ডের অনেক কৃষকের ফসল ও ঘরবাড়ি ও অন্যান্য মালামালের ক্ষতি হয়েছে। কিন্তু ওই এলাকার কারও নাম তালিকা দেননি। এছাড়াও তিনি উগ্র মেজাজী হওয়ায় প্রায় সময়ই মেম্বারও জনগণের সাথে ধমক ধামক দিয়ে কথা বলেন। প্রায় সময় গালি-গালাজ করে থাকেন। শুধু তাই নয়, তিনি কোন কিছু হলেই আওয়ামীলীগ নেতা ও নোয়াপাতারিয়া গ্রামের প্রভাব দেখান। তিনি বলেন-আমি পরপর ২ বার মেম্বার নির্বাচিত হয়েছি। এলাকায় গত পরিষদের আমলে ব্যাপক উন্নয়ন করেছি। গরীব দুঃখি মানুষের পাশে থেকেছি। আর আমার বিরুদ্ধে আনীত কৃষি উপকরণে অভিযোগ ও সঠিক নয়। চেয়ারম্যান আহাদ মিয়া ভিজিডি, এলজিএসপি-২, টিআর, কাবিখা, ৪০দিনের কর্মসূচি নামের বিভিন্ন প্রকল্প ও ত্রাণ সামগ্রীয় লাখ লাখা টাকা আত্মাসাত করছেন। ওয়ারিশয়ান সনদ দিতে ৩শ টাকা ঘুষ নিচ্ছেন। এছাড়াও তার বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্য মুতি মিয়াকে ডেকে অস্থায়ী কার্যালয়ে তার ভাই শাহিদ মিয়াকে নিয়ে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com