স্টাফ রিপোর্টার ॥ আগামী ৮ জুন অনুষ্ঠিত ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে স্কটল্যাণ্ডের এডেনবরা সাউথ-ওয়েষ্ট আসনে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জের বদরদী গ্রামের কৃতিসন্তান ফয়সল চৌধুরী এমবিই। সমাজ সেবা ও কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদান রাখায় ব্রিটিশ রানীর বিশেষ খেতাব (এমবিই) প্রাপ্ত হন ফয়সল চৌধুরী।
ফয়সল চৌধুরী এমবিই স্কটল্যাণ্ডের এডেনবরা বসবাস করছেন। তিনি এডেনভরা এন্ড ল্যাটিন্স রিজিওনাল ইকুলিটি কাউন্সিল (ইএলআরইসি) এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তিনি কাউন্সিল অব বাংলাদেশী ইন স্কটল্যান্ডের সাধারণ সম্পাদক, গুইল্ড অব বাংলাদেশী রিটারেচার স্কটল্যান্ড এর প্রেসিডেন্ট ও এডিনভরা মেলার ভাইস চেয়ারম্যানরে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ সমিতির এডেনিভরার সাবেক চেয়ারম্যান ছিলেন। ফয়সল চৌধুরী স্কটল্যান্ডের বারান্দা রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী।