স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৬.০২ শতাংশ। এর মধ্যে ছেলে ৭৫.২৯ ও মেয়ে ৭৬.৬১ শতাংশ পাস করেছে।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলায় এ বছর ১৮ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে পাস করেছে ১৩ হাজার ৯৪০ জন। ছেলে ৮ হাজার ১৭২ জনের মধ্যে ৬ হাজার ১৫৩ ও মেয়ে ১০ হাজার ১৬৬ জনের মাঝে ৭ হাজার ৭৮৭ জন পাস করেছে। জেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০৩ জন। এর মধ্যে ২১৯ ছেলে ও ১৮৪ জন মেয়ে রয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যাল থেকে ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ৩টি গোল্ডেন এ প্লাস ও ৫টি এ প্লাসসহ ১৭৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৭.৭৫। গোল্ডেন এপ্লাস প্রাপ্তরা হল-ধল গ্রামের শাহিন মিয়া, বামকান্দি গ্রামের আব্দুল আজিজ, রিচি গ্রামের মহিবুর রহমান। এপ্লাস প্রাপ্তরা হল-রিচি গ্রামের লিটন মিয়া, সাব্বির হোসেন সৌরভ, মোছাঃ ঝুমা আক্তার, রহিমা আক্তার, তামান্না আক্তার শান্তনা।
বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী হানিফ খান দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে ১৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১টি জিপিএ-৫সহ ৯৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭০.৬৭। কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রহঃ) উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন অংশগ্রহণ করে ৪১ জন উত্তীর্ণ হয়েছে।
প্রসঙ্গত, ২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ বৃহস্পতিবার শেষ হয়।