স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যক্স হবিগঞ্জ এর নব-নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ব্যকস এর কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিদায়ী সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামছুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন, উপদেষ্ঠা পরিষদের সদস্য আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মহিবুর রহমান, আলহাজ্ব সিরাজুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মর্তুজা ইমতিয়াজ, নির্বাচন কমিশনার আব্দুল ওয়াদুদ, শামছুজ্জামান চৌধুরী, আব্দুল কাদির লিটন, সাবেক সভাপতি মোঃ শাহবাজ চৌধুরী, নবনির্বাচিত সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর। পরে নব-নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী পরিষদের আনুয়ারুল ইসলাম আনু, হোসাইন আহমেদ রানা, চৌধুরী মোঃ তুহিনুজ্জামান, মাহবুবুর রহমান, জালাল উদ্দিন সজলু, হাফিজুল ইসলাম, ফয়সল, জসিম মাহমুদ, মামুন মিয়া, হাজী আব্দুর রহমান তালুকদার, সৈয়ত জুয়েব হোসাইন, মোঃ নুরুল হক, একেএম মেহেদী হাসান সুমন, এস এম মনিরুল ইসলাম, জাবেদ সোবহান, এবিএম মাহফুজুর রহমান নোমান, মাহফুজ চৌধুরী, নাজমুল হুদা, জহিরুল ইসলাম, সামছুল আলম, মাজহারুল ইসলাম, চন্দন কান্তি দাস ও মোঃ সাকিব আহমেদ প্রমুখ।