চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৪১ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে মাত্র ২৪ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিদ্যালয় থেকে ২০ এবং মাদ্রাসা থেকে ৪ জন। চুনারুঘাট উপজেলায় ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ৫শ ৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ৯শ ৭৮ জন। পাসের হার ৭৭.৭০%। উপজেলা ডিসিপি হাইস্কুলে সবচেয়ে বেশি ৯ জন এবং রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। ১৭টি মাদ্রাসায় ৭শ ৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬শ ১১জন। পাসের হার ৭৭.৭৪%। উপজেলার এককমাত্র রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শতভাগ এবং আদমপুর দাখিল মাদ্রাসায় শতভাগ পাস করেছে।