প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের রেজি নং চট্টঃ ১৩৫৬/৮৮ইং লাখাই উপজেলা আঞ্চলিক কমিটির কার্যালয় উদ্বোধন ও নব গঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় কালাউক বাজারস্থ টিএনটি অফিস সংলগ্ন মাঠে নবগঠিত কমিটির সভাপতি মোঃ জাহির মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক মোঃ গোলাপ মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব শহীদ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। বিশেষ অতিথি ছিলেন বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, মুড়াকরি ইউপির সাবেক চেয়ারম্যান শাহ্ রেজা উদ্দিন (দুলদুল), মোঃ নুরুজ্জামান মোল্লা, জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল কমিটির লাখাইয়ের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুকুর রহমান, আলমগীর, ইকরামুল মজিদ, শাকিল চৌধুরী, আশরাফ উদ্দিন জসিম, রকিব আলী, মোঃ ছুরুক মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল হাফিজ, সহ সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, কার্যকরি কমিটির সদস্য কিম্মত আলী, আহম্মদ চৌধুরী ছায়েদ। লাখাই উপজেলার নবগঠিত আঞ্চলিক কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি জাহির মিয়া, সহ-সভাপতি ফারুক মিয়া, নিশি কান্ত দাস, সম্পাদক গোলাপ মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক জুনাইদ মিয়া, সহ-সম্পাদক বাছির মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, প্রচার সম্পাদক হান্নান মিয়া, কোষাধ্যক্ষ আলী রহমান, শ্রম কল্যাণ সম্পাদক বিল্লাল মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম পাটোয়ারী, কার্যকরী কমিটির সদস্যরা হলেন, মোহাদ্দিছ মিয়া, আব্দুল জলিল, গিয়াস উদ্দিন, আমিনুর ইসলাম, জমিস মিয়া, লিটন মিয়া, লিটন দাস, বরকত মিয়া, মনির মিয়া। সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্যদেরকে নিয়ে ফিতা কেটে লাখাই উপজেলা আঞ্চলিক কমিটির কার্যলয় উদ্বোধন করেন।