প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ আল ইসলাম ট্রাষ্ট মিলনায়তে বাছাইকৃত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিমের সদস্য মৌলভীবাজার জেলা জাময়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। জেলা আমীর মাও: মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাও: মুশাহীদ আলীর পরিচালনায় উক্ত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আলী আজম সিদ্দিকী ও জেলা বায়তুলমাল সেক্রেটারী আলহ্াজ্জ আব্দুর রহমান। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর কাজী মহসিন আহমদ, সেক্রেটারী আবুল হাশিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মতলিব বলেন, শাহবাগী নাস্তিকদের পৃষ্টপোষক মহাজোট তথা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আরোহনের পর থেকেই বাংলাদেশ থেকে ইসলাম নির্মূলের নানমূখী চক্রান্ত চালিয়ে মূলত: ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। শিক্ষা ব্যবস্থাকে ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষতার আলোকে সাজানো, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে স্থান দেয়া, নারী নীতিমালার নামে কুরআনে বর্ণিত মীরাসী সম্পত্তি বন্টন নীতিমালাকে পরিবর্তনের দৃষ্টতা দেখানো, সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টা কর্তৃক অহরহ হিজাব, পর্দা কিংবা বোরকা নিয়ে কটুক্তি করা, বোরকা পরিহিত পর্দানশীন মহিলাদের নির্বিচারে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন ও কারাগারে নিক্ষেপ করে মুসলিম বিশ্বে এক কলঙ্কজনক নজির স্থাপন করেছে।