বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক দু’সহোদরকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বক্তারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’সহোদর হল উপজেলার বক্তারপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুল হাসিম (৪৫) ও আব্দুল কাইয়ুম (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, থানার ওসি মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই জহিরুল ইসলাম, এএসআই কামাল উদ্দিন, সোহেল শাহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত দুই সহোদর ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।