মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-আমি মাধবপুরের সন্তান, মাধবপুরই আমার ঠিকানা। বিদেশে আমার কোন বাড়ী-গাড়ী নাই। যা কিছু করেছি সবই মাধবপুরে। আমি ও আমার পরিবার সারা জীবন যে সম্পদ অর্জন করেছি তা মাধবপুরেই বিনিয়োগ করেছি। তাই বিদেশ থাকার কোন ইচ্ছা নাই। বেকার সমস্যা সমাধানের জন্য এলাকায় মিল-কারখানা তৈরী করেছি। এলাকার উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। তিনি আসন্ন নিবার্চনে আমাকে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে আরও বলেন আমার কাছে যেতে বা কথা বলতে তৃতীয় পক্ষ লাগবে না। আমার দরজা জনগণের জন্য সব সময় উম্মুক্ত ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। সেবা পাওয়ার জন্য উপজেলা পরিষদের বারান্দায় ঘুরতে হবে না।
তিনি গতকাল বুধবার উপজেলার রাজাপুর, মনতলা, আফজলপুর, ঘোনাপাড়া, সুন্দাদিল, এনায়েতপুর, খড়কীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মত বিনিময়কালে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় ডাঃ লাল মিয়া, অহিদ হোসেন মাষ্টার, আব্দুল জলিল, হাজী ইউসুফ খান, ফরিদ মিয়া, মোস্তফা কামাল বাবুল, আপন মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।