শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হারুন সাঁই।
বুধবার বিকালে ঢাকাস্থ পত্রিকার অফিসে এ প্রতিনিধির হাতে পরিচয়পত্র তুলে দেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার।
হারুন সাঁই শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন হবিগঞ্জের বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।
হারুন সাঁই সাংবাদিকতা ছাড়াও শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।